সারা বাংলা

দেশের প্রথম নারী ইউপি চেয়ারম্যান শামসুন্নাহার চৌধুরী আর নেই

বাংলাদেশের প্রথম নারী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শামসুন্নাহার চৌধুরী আর নেই।  

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শামসুন্নাহার চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।

শামসুন্নাহার চৌধুরী হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ও দেওরগাছ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। হবিগঞ্জ জেলায় নারীর ক্ষমতায়নে বিশেষ ভূমিকা রেখেছিলেন তিনি। 

১৯৮৮ সালে চুনারুঘাট উপজেলার মিরাশী ইউপির চেয়ারম্যান চুনু চৌধুরী দুর্বৃত্তের হামলায় নিহত হওয়ার পর আলোচনায় আসেন তার স্ত্রী শামসুন্নাহার চৌধুরী। উপনির্বাচনে জয়ী হয়ে দেশের প্রথম নারী ইউপি চেয়ারম্যান হওয়ার গৌরব অর্জন করেন তিনি। তার দ্বিতীয় বিয়ে হয় চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহেরের সঙ্গে। এরপর দেওরগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন শামসুন্নাহার চৌধুরী।