সারা বাংলা

ময়মনসিংহে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিষকা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাকির আহমেদ বাবুলকে (৪০) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

শুক্রবার (৩১ জানুয়ারি)  দুপুরে তারাকান্দা থানার ওসি টিপু সুলতান ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি টিপু সুলতান বলেন, “বিষকা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাকির আহমেদ বাবুলকে যৌথবাহিনী শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। তাকে তারাকান্দা থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।”