সারা বাংলা

নাটোরে বিএনপির ৩ নেতাকে কমিটি থেকে বাদ দেওয়ার দাবিতে বিক্ষোভ

নাটোর জেলা বিএনপির ঘোষিত আহ্বায়ক কমিটিকে ‘অসঙ্গতিপূর্ণ’ দাবি করে তিন জনকে বাদ দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির এক একাংশ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর শহরের হাফরাস্তা নেসকো অফিস থেকে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ হয়।

এ সময় জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু বক্তব্য রাখেন।

শহিদুল ইসলাম বলেন, ‘‘পূর্ণাঙ্গ কমিটি নিয়ে আমাদের বিরোধিতা নেই। নতুন আহ্বায়ক কমিটির একজন যুগ্ম আহ্বায়ক ও দুই জন সদস্য ১৭ বছরে বিএনপির কর্মসূচিতে ছিলেন না। তাদের বাদ দিতে হবে।’’

শনিবার (২ ফেব্রুয়ারি) রাতে রহিম নেওয়াজকে আহ্বায়ক ও আসাদুজ্জামান আসাদকে সদস্য সচিব করে জেলা বিএনপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।