সারা বাংলা

ঠাকুরগাঁওয়ে বিদেশি পিস্তলসহ যুবক আটক

ঠাকুরগাঁওয়ে বিদেশি পিস্তলসহ সোহেল রানা (৩৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোররাতে পৌর শহরের গোবিন্দনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।

সোহেল রানা একই এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে। ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ সোহেল রানাকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’