বরগুনা জেলা যুবলীগের সহ-সম্পাদক খালিদ মাসুদকে থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১০ ফেব্রুয়ারি) রাতে বরগুনা পৌর শহরের সিদ্দিক মঞ্চ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান জানান, চলমান ডেভিল হান্ট অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরো জানান, গত ৪ ফেব্রুয়ারি আওয়ামী লীগের দলীয় কর্মসূচির অংশ হিসেবে সদরের ফার্মেসি পট্টি এলাকায় লিফলেট বিতরণের অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।