আগে চারটি বিয়ে করেন মো. আলাউদ্দিন (৩৬)। স্ত্রীকে না জানিয়ে তিনি পঞ্চম বিয়ে করেন। আর এতে ক্ষিপ্ত হয়ে চতুর্থ স্ত্রী নুর জাহান (২৩) তার স্বামীকে কুপিয়ে হত্যা করেছেন। এ ঘটনায় পুলিশ অভিযুক্তকে আটক করেছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) মধ্যরাতে ঘটনাটি ঘটে চট্টগ্রামের হালিশহরের বসুন্ধরা আবাসিক এলাকায়।
হালিশহর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “হালিশহর থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকাস্থ একটি বাসায় চতুর্থ স্ত্রী নুর জাহানকে নিয়ে ভাড়া থাকতেন আলাউদ্দিন। সম্প্রতি নুর জাহানকে না জানিয়ে পঞ্চম বিয়ে করেন আলাউদ্দিন। এই বিয়ের খবর জানতে পেরে গতকাল শনিবার রাতে আলাউদ্দিনের সঙ্গে ঝগড়া হয় নুর জাহানের। এক পর্যায়ে নুর জাহান তার স্বামী আলাউদ্দিনকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেন।”
তিনি আরো বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। ঘাতক স্ত্রী নুর জাহানকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত দা। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”