সারা বাংলা

আজমিরীগঞ্জে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে দফায় দফায় সংঘর্ষ 

হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে বলে জানা গেছে। 

আহতদের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন- আরব আলী (৭০), মোতালিব (৪৬) লুৎফুর মিয়া (৫২), রায়হান (২০), জাফর মিয়া (৩৫), মোতালিব (৪৬), রায়হান (৩২) দিলোয়ার (৩১), আল আমিন (৩০), বিমু (৪৪), রফিকুল (৪৬), সাদেক (৪৫), ফজলু (৪৩), আবুল হোসেন (৩০), ইলিয়াস (৫০) শাহীনুর (৩৪), মঈন উদ্দিন (২২), জাহানুর (২০) ও রুবেল (৩০)। 

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সংঘর্ষের এই ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল হাসান জানান, সিএনজি স্ট্যান্ড নিয়ে শ্রমিক ও মালিক পক্ষ ৪টি গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে। এ নিয়ে দুটি পক্ষ সংঘর্ষে জড়ালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আজমিরীগঞ্জ পৌর এলাকায় সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীদের মধ্যে বিরোধ চলছিল। তারা দুটি গ্রুপে বিভক্ত হয়ে পড়ে। এক পর্যায়ে দুপুরে সিএনজি স্ট্যান্ড দখলে নেওয়ার চেষ্টা করে তকদির ও আজিবুর গ্রুপের লোকজন। এতে বাধা দেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান ও তার লোকজন। এরই জেরে বিকেলে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ চলে যাওয়ার পর দু’পক্ষের লোকজন ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। সন্ধ্যা পর্যন্ত এ সংঘর্ষ চলে।