নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, ‘‘প্রধান উপদেষ্টাসহ দায়িত্বশীল সকলেই ইতোমধ্যে বলেছেন, ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে। কাজেই আমাদের প্রধান লক্ষ্য, জাতীয় সংসদ নির্বাচন। আপাতত স্থানীয় সরকার নির্বাচনের কথা ভাবছি না।’’
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকার ধামরাই উপজেলা নির্বাচন কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘‘স্থানীয় নির্বাচনের যে সংস্কার প্রক্রিয়া চলছে, তাতেও কিন্তু নির্বাচনের জন্য সরকারের কোনো নির্দেশনা আমাদের কাছে আসেনি।’’
তিনি বলেন, ‘‘স্থানীয় সরকার নির্বাচন বিভিন্ন ধাপে ধাপে করতে হয়, এতে প্রায় এক বছর লেগে যায়। কাজেই এই মুহূর্তে যদি আমরা স্থানীয় নির্বাচন করি, তাহলে আমাদের সংসদ নির্বাচন ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে করা অসম্ভব এবং কঠিন।’’
নির্বাচন কমিশনার বলেন, ‘‘আমাদের মূল লক্ষ্য, জাতীয় সংসদ নির্বাচন। আমরা এটা নিয়েই কাজ করছি। ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে। ভোটার লিস্ট জুনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে।’’
‘‘জুনের পরে ডিসেম্বরে যদি নির্বাচন করতে হয়, তাহলে অক্টোবর-নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে। তার আগে স্থানীয় নির্বাচন করাটা আমাদের জন্য সম্ভব মনে করছি না।’’- যোগ করেন তিনি।
এ সময় আইনশৃঙ্খলা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আব্দুর রহমানেল বলেন, ‘‘আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনকে দিন উন্নতি হচ্ছে। আশা করি, পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।’’