বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “নির্বাচিত সরকার যখন থাকে তখন প্রশাসন ও পুলিশ অনেক বেশি শৃঙ্খলার মধ্যে থাকে। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন সঠিকভাবে চলতে পারে, এজন্য সংঘবদ্ধ শক্তি থাকে। যখন দেশে দীর্ঘ সময় অনির্বাচিত সরকার থাকে তখন আইনশৃঙ্খলা পরিস্থিতির এরকম অবস্থাই হয়।”
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আড়াইসীধা কে বি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, “এই সরকার মানুষের ভোটে নির্বাচিত নয়। তারা সরাসরি নির্বাচনে দাঁড়াবেও না। চালের দাম ১০০ টাকা কেজি হলে তাতে তাদের কি বা আসে আর না আসে? আমরা যখন ভোটের জন্য মানুষের দরজায় দরজায় ধাক্কা দেই- আমাদের ভাবতে হয় জিনিসপত্রের দাম বাড়লে জনগণ আমাদেরকে ভোট দেবে না। সে জন্য একটি নির্বাচিত সরকারের এত দরকার।”