সারা বাংলা

লক্ষ্মীপুরে যুবদলের ১১ ইউনিটের কমিটি ঘোষণা 

সম্মেলন ছাড়াই লক্ষ্মীপুরে যুবদলের ১১টি ইউনিটের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১ মার্চ) দুপুরে জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন ও সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

ইউনিটগুলো হলো, লক্ষ্মীপুর পৌরসভা, লক্ষ্মীপুর সদর উপজেলা (পশ্চিম), লক্ষ্মীপুর সদর উপজেলা (পূর্ব), রায়পুর পৌরসভা, রায়পুর উপজেলা, চন্দ্রগঞ্জ থানা, রামগতি পৌরসভা, রামগতি উপজেলা, কমলনগর উপজেলা, রামগঞ্জ পৌরসভা ও রামগঞ্জ উপজেলা।

জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন জানান, দলকে গতিশীল করতে দীর্ঘদিন পর ১১টি ইউনিটের কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিগুলো ৩৫ সদস্য বিশিষ্ট। আগামী ৩ মাসের মধ্যে এ সকল ইউনিট সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। এছাড়া তারা তাদের অধীনস্থ ওয়ার্ড ও ইউনিয়নের কমিটি গঠন করবে।