সম্মেলন ছাড়াই লক্ষ্মীপুরে যুবদলের ১১টি ইউনিটের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১ মার্চ) দুপুরে জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন ও সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
ইউনিটগুলো হলো, লক্ষ্মীপুর পৌরসভা, লক্ষ্মীপুর সদর উপজেলা (পশ্চিম), লক্ষ্মীপুর সদর উপজেলা (পূর্ব), রায়পুর পৌরসভা, রায়পুর উপজেলা, চন্দ্রগঞ্জ থানা, রামগতি পৌরসভা, রামগতি উপজেলা, কমলনগর উপজেলা, রামগঞ্জ পৌরসভা ও রামগঞ্জ উপজেলা।
জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন জানান, দলকে গতিশীল করতে দীর্ঘদিন পর ১১টি ইউনিটের কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিগুলো ৩৫ সদস্য বিশিষ্ট। আগামী ৩ মাসের মধ্যে এ সকল ইউনিট সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। এছাড়া তারা তাদের অধীনস্থ ওয়ার্ড ও ইউনিয়নের কমিটি গঠন করবে।