সারা বাংলা

নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি যুবক আল আমিনের (৩২) মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ।

শনিবার (১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক শেষে বিজিবি’র কাছে মরদেহটি হস্তান্তর করে তারা। কসবা উপজেলার পুটিয়া সীমান্তের ২০৫০ নং পিলারের সামনে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন: বাংলাদেশিকে গুলি করে নিয়ে যায় বিএসএফ, হাসপাতালে মৃত্যু

বৈঠকে বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান ও বিএসএফের পক্ষে ৪৯ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার অজিত কুমার নেতৃত্ব দেন।

এর আগে, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুটিয়া সীমান্তে কাঁটাতারের কাছে আল আমিনকে গুলি করে বিএসএফ সদস্যরা। গুরুতর আহত অবস্থায় তাকে ভারতের অভ্যন্তরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ৯টার দিকে আল আমিন মারা যান।

নিহতের স্বজনরা জানান, আল আমিন পেশায় কৃষক ছিলেন। শুক্রবার সন্ধ্যায় তার একটি গরু সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। গরুটিকে আনতে আল আমিন সীমান্ত অতিক্রম করতে গেলে বিএসএফ তাকে গুলি করে। 

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান জানান, বাংলাদেশি নিহতের ঘটনায় বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরণের ঘটনা না ঘটে, সেজন্য বিএসএফকে সতর্ক করা হয়েছে।