চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় একা পেয়ে পতেঙ্গা থানার এস আই ইউসুফ আলীর উপর হামলার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২ মার্চ) ভোর রাতে পাঁচলাইশ মডেল থানাধীন একটি আবাসন কোম্পানির প্রকল্প এলাকার ঝুপড়ি ঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃরা হলেন- গনপতি (৫৭), হামিদুর রহমান (৩০), রোহান (২০), আরিফ প্রমাণিক (৩৫), রাব্বি (৩৫), শুভ (১৯), জীবন (২৬), রুমেল (৩০), রেজাউল করিম (৪৫) ও সিয়াম শেখ (১৮)।
চট্টগ্রাম নগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এস আই মো. ইমরান হোসেন জানান, গত শুক্রবার রাতে পতেঙ্গা মডেল থানার এসআই ইউসুফ আলী সংগীয় ফোর্সসহ পতেঙ্গা সি বিচ সংলগ্ন আউটার রিং রোডে চেকপোস্ট ডিউটি করছিলেন। জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর একটি খবর পেয়ে সংগীয় ফোর্স ইউসুফ আলীর টিমের গাড়িটি ইউটার্ন হয়ে আসার জন্য গেলে তিনি একা অবস্থান করে অপেক্ষা করছিলেন। এ সময় মোটরসাইকেলে সাইমন (২৭) ও আলী ইমাদ তাফসির (২২) নামের দুই ছিনতাইকারী এসে তাকে ভুয়া পুলিশ বলে ভয়ভীতি দেখিয়ে অস্ত্রের মুখে মোবাইল ফোন, মানিব্যাগ ও ওয়াকিটকি ছিনিয়ে নেয়। এ সময় এসআই ইউসুফ আলী নিজের পরিচয় দিয়ে সাহায্যের জন্য চিৎকার করলে ছিনতাইকারীরা তাকে মারধর করে ভুয়া পুলিশ বলে আরও দুস্কৃতিকারীকে জড়ো করে। এরমধ্যে সি বিচ এলাকায় টহলরত পুলিশের টিম এবং আশপাশের লোকজন এগিয়ে আসে। স্থানীয় জনতা ও পুলিশের সহায়তায় দুই ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়। অন্যরা পালিয়ে যায়। আটককৃত ছিনতাইকারী সাইমন (২৭) ও আলী ইমাদ তাফসির ইমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া পুলিশের মোবাইল ফোন, মানিব্যাগ ও ওয়াকিটকি উদ্ধার করা হয়।
আটককৃতদের নিয়ে পুলিশ রবিবার ভোর রাতের দিকে পতেঙ্গায় একটি আবাসন কোম্পানির প্রকল্পের ভেতর ঝুপড়ি ঘরে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত আরও ১০ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।