চাঁপাইনবাবগঞ্জ শহরের আদালতসংলগ্ন এলাকায় এক ব্যবসায়ীর কাছ থেকে ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১০টার দিকে আদালত চত্বরের রেকর্ড রুমের কাছে ছিনতাই হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান ছিনতাইয়ের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার কথা জানিয়েছেন।
ছিনতাইয়ের শিকার ওই ব্যক্তির নাম মতিউর রহমান মতি। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মাঝপাড়ার বাসিন্দা। ভুক্তভোগী মতি গরু কেনাবেচাসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে সম্পৃক্ত।
মতিউর রহমান মতি জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে কোর্ট চত্বরের রেকর্ড রুমের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে এসে এক ব্যক্তি তাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে কথা বলেন। এক পর্যায়ে তার কাছে থাকা ৩৫ হাজার টাকা জোর করে ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।
তিনি আরো জানান, ওই ব্যক্তি হেলমেট পরা ছিল, এ জন্য তাকে চিনতে পারেননি। তবে তার কথাবার্তায় সন্দেহজনক মনে হয়েছিল। টাকা নেয়ার পর দ্রুতগতিতে পালিয়ে যায়। ঘটনার সময় রেকর্ড রুমের সামনে পুলিশের একজন কনস্টেবল দায়িত্ব পালন করছিলেন। চিৎকার শুনে তিনিও এগিয়ে আসেন কিন্তু ততক্ষণে ছিনতাইকারী পালিয়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান বলেন, ভুক্তভোগীর অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। এরইমধ্যে একটি ভিডিও ফুটেজ এসেছে পুলিশের হাতে। তিনি বলেন, ছিনতাইয়ের সময় ছিনতাইকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়েছিল এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী। সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে যে-ই জড়িত থাক না কেন দ্রুত তাকে ধরা হবে।
সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ শহরসহ জেলার বিভিন্ন এলাকায় ছিনতাই বেড়ে গেছে।