নড়াইলের কালিয়ায় সড়ক দুর্ঘটনায় আলামিন শেখ (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার যোগানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আলামিন শেখ দক্ষিণ যোগানিয়া গ্রামের মসলেম উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৩টায় আলামিনের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট ছিল। এজন্য গতকাল রাতে চুল-দাড়ি কাটানোর জন্য প্রতিবেশী নয়ন ও দুলুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে স্থানীয় যোগানিয়া বাজারে যান তিনি। সেখান থেকে ফেরার পথে যোগানিয়া তুষারের মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি নছিমনের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আলামিনের মৃত্যু হয়। আহত হন মোটরসাইকেলের দুই আরোহী ও এক পথচারী।
নড়াগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘‘আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে আলামিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’’