সারা বাংলা

হবিগঞ্জে মাইক্রোবাসের চাপায় বৃদ্ধ নিহত

হবিগঞ্জে মাইক্রোবাসের চাপায় আঞ্জব আলী (৫৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৮টার দিকে সদর উপজেলার আনন্দপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আঞ্জব আলী উপজেলার নারায়ণপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধ আঞ্জব আলীকে একটি মাইক্রোবাস চাপা দিয়ে পালিয়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।