সারা বাংলা

চট্টগ্রাম বোর্ডে অংশ নিচ্ছে ১ লাখ ৪০ হাজার শিক্ষার্থী

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ৪০ হাজার ৯২৭ জন শিক্ষার্থী। 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টা থেকে সুশৃংখল ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াছ উদ্দিন আহাম্মদ জানান, এবার পূর্ণাঙ্গ সিলেবাসে, সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম জেলা, মহানগর, কক্সবাজার জেলা এবং তিন পার্বত্য জেলা মিলিয়ে ৫ জেলার ১ হাজার ১৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট এক লাখ ৪০ হাজার ৯২৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ২১৯টি কেন্দ্রে কেন্দ্রে। 

পরীক্ষার্থীদের মধ্যে নিয়মিত শিক্ষার্থী রয়েছে ১ লাখ ১৭ হাজার ৯১৫ জন, অনিয়মিত ২২ হাজার ৬০১ জন এবং মানোন্নয়ন ১১২ জন শিক্ষার্থী রয়েছে। ছাত্র রয়েছে ৬১ হাজার ৬২৯ জন, ছাত্রী রয়েছে ৭৮ হাজার ৯৯৯ জন। বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীর সংখ্যা ৩৫ হাজার ৫৩০ জন, ব্যবসায় বিভাগের ৫৭ হাজার ৩২১ জন এবং মানবিক বিভাগের রয়েছে ৪৭ হাজার ৭৭৭ জন শিক্ষার্থী।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ৫ জেলার মধ্যে চট্টগ্রাম জেলায় রয়েছে ৯৯ হাজার ৭৯ জন শিক্ষার্থী, কক্সবাজার জেলায় ২১ হাজার ৮০ জন, রাঙামাটি জেলায় ৭ হাজার ৯৬৭ জন, খাগড়াছড়ি জেলায় ৮ হাজার ১৭২ জন এবং বান্দরবান জেলায় শিক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৩৩০ জন। 

চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবারে চট্টগ্রাম জেলায় মোট এসএসসি পরীক্ষার্থী ৯৯ হাজার ৯৫ জন। ছাত্র সংখ্যা ৪৩ হাজার ৫৯৫ জন, ছাত্রী সংখ্যা ৫৫ হাজার ৫০০ জন। চট্টগ্রাম জেলায় মোট কেন্দ্র রয়েছে ১২৮টি। এর মধ্যে মহানগরে রয়েছে ৩৯টি, উপজেলায় ৮৯টি। 

এছাড়া চট্টগ্রাম জেলায় ভোকেশনালের কেন্দ্র রয়েছে ২১টি। এরমধ্যে মহানগরে ২টি, উপজেলায় ১৯টি। দাখিল পরীক্ষার মোট কেন্দ্র রয়েছে ২৯টি। এরমধ্যে মহানগরে ৬টি, উপজেলায় ২৩টি। 

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াছ উদ্দিন আহাম্মদ বলেন, “সকাল ১০টা থেকে অত্যন্ত শান্তিপূর্ণভাবে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। বোর্ডের একাধিক ভিজিল্যান্স টিম বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে আছেন। সাধারণ ভিজিল্যান্স টিমের পাশাপাশি এবার একাধিক স্পেশাল ভিজিল্যান্স টিমও বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে রয়েছে।”