গভীর বঙ্গোপসাগরে মাছ ধরা ১০টি ট্রলারে ডাকাতি হয়েছে।
এ ঘটনায় ৪০ জেলে গুলিবিদ্ধ হয়েছেন, সব মিলে অর্ধশত জেলের আহতের খবর রয়েছে।
বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী রাইজিংবিডি ডটকমকে এই তথ্য দিয়েছেন।
বুধবার (৯ এপ্রিল) গভীর রাতে পাথরঘাটা থেকে ১২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বড় বাইজদা এলাকায় ট্রলারগুলোতে ডাকাতি হয়, জানান গোলাম মোস্তফা।
গভীর সাগর থেকে প্রত্যক্ষদর্শী জেলেরা ডাকাতির ঘটনা তাদের ট্রলার মালিকদের অবহিত করেছেন।
ডাকাতি হওয়া ট্রলারের কয়েকটির বিষয়ে তথ্য পাওয়া গেছে। এগুলোর মধ্যে রয়েছে পাথরঘাটার সগির কোম্পানির মালিকানাধীন এফবি তারেক-২, এফবি তুফান-২, নুর মোহাম্মদের মালিকানাধীন এফবি রাজু ও সেলিম চৌধুরীর মালিকানাধীন এফবি মা।
গোলাম মোস্তফার সঙ্গে কথা বলে জানা গেছে, ১০টি ট্রলারের অন্তত অর্ধশত জেলে গুলিবিদ্ধ ও মারধরে আহত হয়েছেন।
আহত জেলেদের পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে ফিরিয়ে আনার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎস্যা দেওয়ার কথা, জানান তিনি।