সারা বাংলা

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রতিবাদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে রাজশাহীতে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের রাজশাহী মহানগর ও জেলা এই সমাবেশের আয়োজন করে।

শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজের পর নগরের সাহেববাজার জিরোপয়েন্ট বড় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। সেটি সোনাদিঘীর মোড়,  কুমারপাড়া হয়ে জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, দিনের পর দিন গাজায় হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। বিশ্বের কোনো সংগঠনের টনক নড়ছে না। বক্তারা এসময় দ্রুত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানান। তারা গাজায় চলা গণহত্যা বন্ধে জাতিসংঘকে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।