সারা বাংলা

নারায়ণগঞ্জে ঝুটের গোডাউন ও দোকানে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ঝুটের গোডাউন ও দুইটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের ২ নম্বর ঢাকেশ্বরী এলাকায় ঘটনাটি ঘটে। 

এলাকাবাসী জানান, ঢাকেশ্বরী এলাকার আল আমিন নামে এক ঝুট ব্যবসায়ীর গোডাউনে প্রথমে আগুন লাগে। পরে আগুন পাশের আব্দুল হাইয়ের মালিকানাধীন ডেকোরেটর দোকান ও ড্রাম ওয়েস্টের আরেকটি দোকানে ছড়িয়ে পড়ে। এতে উভয় দোকানের মালামাল পুড়ে  যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আশিক বলেন, “আগুন নিয়ন্ত্রণ আনতে আমাদের দুইটি ইউনিট কাজ করছে। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। টিনের গোডাউনে আগুন লেগেছে। হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না।”