সারা বাংলা

পঞ্চগড়ের সড়কে জিনেদিন জিদানের মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জে ইটবাহী ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে জিনেদিন জিদান (৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা ও বড় বোনসহ আহত হয়েছেন তিনজন। 

বুধবার (২৩ এপ্রিল) সকালে দেবীগঞ্জ পৌর শহরের সবুজপাড়ার দেবীগঞ্জ-ভাউলাগঞ্জ সড়কে দুর্ঘটনাটি ঘটে।

আহতরা হলেন-মারা যাওয়া শিশুর বাবা নজরুল ইসলাম (৪৫), বড় বোন নওরিন জাহান (১০) ও ট্রাক্টর চালকের সহকারী কাঞ্চন (৩০)। তাদের মধ্যে গুরুতর কাঞ্চনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জিদান দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের বলরামপুর প্রধানপাড়ার শিক্ষক নজরুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে নজরুল ইসলাম তার দুই সন্তানকে মোটরসাইকেলে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। দেবীগঞ্জ-ভাউলাগঞ্জ সড়কে একটি ইটবোঝাই ট্রাক্টর তাদের বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। জিদান মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। আহত হন তার বাবা-বোন ও ট্রাক্টরের হেলপার। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক জিদানকে মৃত ঘোষণা করেন।

দেবীগঞ্জ থানার ওসি সোয়েল রানা বলেন, ঘটনার পর ট্রাক্টর চালক পালিয়ে যায়। শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।