গোপালগঞ্জে মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ শহরের কালিবাড়ি এলাকা থেকে মিছিলটি বের হয়। মিছিলটি চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়।
গোপালগঞ্জ শহর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক রিপন মিছিলটিতে নেতৃত্ব দেন। এতে নিষিদ্ধ সংগঠনটির ১৫ থেকে ২০ জন নেতাকর্মী অংশ নেন। এসময় তারা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘দিয়েছিতো রক্ত আরো দিব রক্ত’ বলে স্লোগান দিতে থাকেন।
গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে জানতে পারি, নিষিদ্ধ ছাত্রলীগের নেতারা ৫ মিনিটের মধ্যে স্থান ত্যাগ করেছে। তাদের আটকে পুলিশের অভিযান চলছে।”
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, “মিছিলকারীদের আটকে পুলিশের তিনটি টিম মাঠে কাজ করছে।”