সারা বাংলা

সাতক্ষীরায় বাসের ধাক্কায় মা-ছেলে নিহত

সাতক্ষীরার পাটকেলঘাটায় মোটরসাইকেলে বাসের ধাক্কায় মা-ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্বামী ও মেয়ে। তাদের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা কদমতলা মোড়ে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি গ্রামের অমিত সাধুর স্ত্রী রিতা সাধু ও তাদের তিন বছরের ছেলে সৌরভ সাধু। আহতরা হলেন অমিত সাধু এবং তার মেয়ে।

অমিত সাধুর বরাত দিয়ে স্থানীয়রা জানান, স্ত্রী রিতা এবং দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে শ্বশুরবাড়ি যশোরের কেশবপুরে বেড়াতে যাচ্ছিলেন অমিত সাধু। কুমিরার কদমতলা মোড়ে খুলনাগামী একটি বাস তাদের বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দেয়। সড়কে ছিটকে পড়েন অমিত সাধু ও তার পরিবারের সদস্যরা। এ সময় বাসের চাপায় অমিতের স্ত্রী রিতা এবং ছেলে সৌরভ ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা অমিত এবং তার মেয়েকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন।

পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার দাশ বলেন, “বাসের ধাক্কায় মা-ছেলের মৃত্যু হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। বাসটিকে আটকানো যায়নি। রাস্তা ফাঁকা থাকায় বাসটি দ্রুত পালিয়ে যায়।”

তিনি আরো বলেন, “কোন বাস ঘটনাটি ঘটিয়েছে সেটি  নিশ্চিত করা বলা যাচ্ছে না। আমরা লাশ দুইটি মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছি।”