সারা বাংলা

ঋণের প্রলোভনে ৮২ লাখ টাকা নিয়ে উধাও, গ্রেপ্তার ২

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় সহজ শর্তে ঋণ দেয়ার প্রলোভন দেখিয়ে ৮২ লাখ টাকা হাতিয়ে নিয়ে প্রতারক চক্র পালিয়ে গেছে। পরে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে নারীসহ দুই প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তাররা হলেন, জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মো. সাজেদুল ইসলাম (৫০) ও একই উপজেলার বাসিন্দা তাসলিমা আক্তার (৩৫)।

শনিবার (৩ মে) বিকালে র‍্যাব-১৪ এর কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার (২ মে) রাত ১১টার দিকে সদর উপজেলার চুরখাই থেকে মো. সাজেদুল ইসলাম ও ওই দিন রাতেই ঈশ্বরগঞ্জ থেকে তাসলিমা আক্তারকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৪ ময়মনসিংহ অপারেশন অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম বলেন, প্রতারক মো. সাজেদুল ইসলাম ও তাসলিমা আক্তারসহ বেশ কয়েকজন ফুলবাড়িয়া উপজেলায় জনশক্তি নামক ঋণ প্রদানকারী সংস্থার নামে অফিস খুলে মানুষের কাছ থেকে টাকা তুলতে থাকেন। তারা জাল নথিপত্র তৈরি করে মানুষকে বিভ্রান্ত করে ১ হাজার ৪০০ মানুষের কাছ থেকে এক বছরে ৮২ লাখ টাকা কিস্তির মাধ্যমে উত্তোলন করেন। পরে ঋণ দেবে বলে কালক্ষেপণ করতে থাকেন। পরে তারা জানান, মে মাসের প্রথম সপ্তাহে সদস্যদের ঋণ দেবেন। গত ২৪ এপ্রিল সকালে অফিসে আসার কথা বলে তারা পালিয়ে যান। 

এ ঘটনায় ফুলবাড়িয়া উপজেলার আছিম হোরবাড়ী এলাকার তানভীর হাসানের স্ত্রী মোছা. ফারহানা খাতুন বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে র‍্যাব। 

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও জানান র‍্যাব কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।