গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। শনিবার (৩ মে) সকালে পৌরসভার গিলারচালা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক আসাদুল্লাহ উপজেলার বরমী ইউনিয়নের বরামা গ্রামের আব্দুল মতিন আকন্দের ছেলে। তার স্ত্রীর নাম আম্বিয়া খাতুন। তারা শ্রীপুর পৌরসভার গিলারচালা গ্রামে ভাড়া বাড়িতে থাকতেন।
স্থানীয় বাসিন্দা রিনা আক্তার বলেন, ‘‘পারিবারিক বিভিন্ন বিষয়ে প্রায়ই আসাদুল্লাহর সঙ্গে আম্বিয়ার ঝগড়া হতো। শুক্রবার রাতেও তাদের ঝগড়া হয়। এসময় আম্বিয়াকে মারধর করেন আসাদুল্লাহ। শনিবার সকালে খবর পাই, ঘরের মেঝেতে আম্বিয়ার মরদেহ পড়ে আছে।’’
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক নারীর মরদেহ উদ্ধার করেছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ।’’