বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলায় ভাংচুর ও অগ্নিকাণ্ডের পর বন্ধ হওয়ার দীর্ঘ ৯ মাস পর নারায়ণগঞ্জে পুনরায় চালু হলো আঞ্চলিক পাসপোর্ট অফিস। পাসপোর্ট সেবা গ্রহীতাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে রবিবার (৪ মে) সকাল সাড়ে ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।
কার্যক্রম শুরুর দিন সকালে অফিস পরিদর্শনে যান নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সময় তিনি পাসপোর্ট অফিসকে দালালমুক্ত রাখার ঘোষণা দেন।
জেলা প্রশাসক বলেন, “আমরা চাই পাসপোর্ট অফিসটি দালালমুক্ত থাকুক। কেউ যেন অপ্রয়োজনীয়ভাবে হয়রানির শিকার না হন। সেবাপ্রত্যাশীরা যাতে নির্ধারিত সময়ের মধ্যে সেবা পান, সেটি নিশ্চিত করতে হবে।”
জেলার বাস্তবতা তুলে ধরে তিনি আরো বলেন, “নারায়ণগঞ্জ একটি শিল্পাঞ্চল ও ঘনবসতিপূর্ণ জেলা। এখানকার বহু মানুষ পাসপোর্ট নিয়ে বিদেশে যান, বিশেষ করে শ্রমজীবী মানুষ। তাই এই অফিস পুনরায় চালু হওয়ায় মানুষের বড় ভোগান্তির অবসান হলো।”
পূর্বের রোহিঙ্গা পাসপোর্ট ইস্যু প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, “বাংলাদেশি না হয়েও কেউ যদি পাসপোর্ট নেওয়ার চেষ্টা করে বা এমন অভিযোগ আসে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি দালাল নির্মূলে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।”
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মো. জামাল হোসেন প্রমুখ।