সারা বাংলা

আইভী কারাগারে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিনারুল নামে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় করা হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (৯ মে) সকাল ১০টার দিকে আদালতে হজির করা হলে শুনানি শেষে এ আদেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট-১ এর বিচারক মো. মাঈনউদ্দিন কাদির। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়ছে আগামী ২৬ মে।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদলত পুলিশের পরিদর্শক আ. কাইউম খান।

তিনি জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র আইভীকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় শুনানি শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরকসহ মোট পাঁচটি মামলা রয়েছে।

আজ শুক্রবার ভোর পৌনে ৬টার দিকে ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার বাড়ির সামনে কয়েক হাজার সমর্থক অবস্থান করছিলেন।

গতকাল বৃহস্পতিবার (৮ মে) রাত সাড়ে ১১টার দিকে ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারের জন্য নারায়ণগঞ্জ জেলা শহরের দেওভোগ এলাকায় তার নতুন বাড়িতে অভিযান চালায় পুলিশ। খবর পেয়ে আইভীর সমর্থকরা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বাড়িটির সামনে অবস্থান নেন এবং দুইটি সড়কের ১০-১৫টি পয়েন্টে বাঁশ দিয়ে অবরোধ করেন। শুক্রবার ভোর পৌঁনে ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।