সারা বাংলা

কুড়িগ্রামে ধর্ম অবমাননার অভিযোগে যুবক গ্রেপ্তার

কুড়িগ্রামের উলিপুরে ধর্ম অবমাননার অভিযোগে আব্দুল হান্নান (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) সকালে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মালতিবাড়ি দিগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আব্দুল হান্নান ওই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ‌জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার আব্দুল হান্নানকে জেল হাজ‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।’’

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল হান্নান ফেসবুকে আল্লাহ ও নবী-রাসুলদের নি‌য়ে বিতর্কিত ভিডিও পোস্ট করেন। ৮ মিনিট ২৪ সেকেন্ডের ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হ‌য়। এর জেরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পু‌লিশ ঘটনাস্থলে পৌঁছে আব্দুল হান্নান‌কে গ্রেপ্তার ক‌রে।