সারা বাংলা

পাবনায় আ.লীগ নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাবনা জেলা কমিটির উদ্যোগে মশাল মিছিল এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) সন্ধ্যায় পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে মশাল মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে শহীদ চত্বরে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ সমাবেশের বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাবনা জেলা কমিটির আহ্বায়ক বরকত উল্লাহ ফাহাদ, যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বি রোহান, এসএম সৈকত, যুগ্ম সদস্য সচিব সাদিয়া কুদ্দুস, জুলাই ওয়ারিওর্স পাবনার সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ। 

বক্তারা বলেন, ৫ আগস্টের পরে ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনারসহ তার মন্ত্রিসভা এবং সংসদ সদস্যরা পলায়ন করলেও এখনো রাষ্ট্র ও প্রশাসনের বিভিন্ন স্থানে দোসররা অবস্থান করে তাদের অপকর্ম এবং নীলনকশা চালিয়ে যাচ্ছে।

বক্তারা অবিলম্বে আওয়ামীলীগকে নিষিদ্ধের পাশাপাশি জুলাই ও আগস্টের প্রতিটি সহিংস ঘটনা এবং হত্যাকাণ্ডের দ্রুত বিচার করে দোষীদের শাস্তির দাবি জানান।