টানা ৪ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে দক্ষিণ-পশ্চিমের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায়। রবিবার (১১ মে) বেলা ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের সর্বোচ্চ।
এর আগে, শনিবার চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও বৃহস্পতিবার রেকর্ড করা হয় ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আলতাফ হোসেন বলেন, ‘‘টানা ৪ দিন চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। আজ রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হলে তাপমাত্রা কমবে। আগামীকাল জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’’
এদিকে, তীব্র তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। পুড়ছে ফসলের মাঠ। বৃষ্টির প্রত্যাশায় জেলার প্রাণীকুল ও জৈববৈচিত্র।