সারা বাংলা

ময়মনসিংহে স্বস্তির বৃষ্টি

কিছুদিন ধরে ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছিলেন নগরবাসী। এরই মধ্যে রবিবার (১১ মে) দুপুর ৩টার পর থেকে ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকা ও ত্রিশাল উপজেলায় ঝড় ও শিলা বৃষ্টি শুরু হয়। বৃষ্টির ফলে যেমন কমেছে গরমের তীব্রতা, তেমনি মানুষের মধ্যে ফিরেছে স্বস্তি। 

এলাকাবাসী জানান, গরমের কারণে ঘরের বাইরে থাকা কঠিন হয়ে যাচ্ছিল। খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষদের কষ্ট হচ্ছিল আরো বেশি। বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কমেছে। অনেকেই ঘরের বাইরে বের হয়ে বৃষ্টিতে ভিজেছেন।

বৃষ্টি হওয়ায় বাড়ির পাশে ফুটবল খেলতে নেমে পড়েন কয়েকজন কিশোর-কিশোরী 

ময়মনসিংহ নগরীর রিকশাচালক হাতেম আলী বলেন, “অনেক গরম পড়ছিল। রিকশা চালানো কঠিন হয়ে পড়েছিল। আজ বৃষ্টি হলো। বৃষ্টির পানিতে ভিজেই রিকশা চালাচ্ছি। খুব ভালো লাগছে। যাত্রীরাও আনন্দ পাচ্ছেন বৃষ্টিতে ভিজতে।”