নাটোরের নলডাঙ্গায় নিখোঁজের ১৯ ঘণ্টা পর রিমি নামের আট বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ মে) সকাল ১০টার দিকে বারনই নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে, বৃহস্পতিবার বেলা ৩টার দিকে নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় রিমি। লাশ উদ্ধার হওয়া শিশুটি উপজেলার বাসুদেবপুর এলাকার কাঠমিস্ত্রি রবিউল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বাড়ির পাশে বারনই নদীতে গোসলে নামে রিমি। এসময় নদীর তীব্র স্রোতে হারিয়ে যায় শিশুটি। বৃহস্পতিবার দিনভর খোঁজাখুঁজির পরেও তার সন্ধান মেলেনি। শুক্রবার ঘটনাস্থলের দেড় কিলোমিটার দূরে তার লাশ ভেসে উঠে।
নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।