দখল-দূষণে অস্তিত্ব সঙ্কটে থাকা মাদারীপুরের ডাসার উপজেলার মাইজপাড়া খাল উদ্ধারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
শনিবার (১৭ মে) সকালে উপজেলার পাথুরিয়ারপাড় থেকে কাজীবাকাই ইউনিয়ন পরিষদ ভবন পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দখল ও দূষণে বন্ধ হয়ে যায় মাইজপাড়া খালের পানি প্রবাহ। ময়লা-আবর্জনা জমে থাকায় দুর্গন্ধ ছড়াচ্ছিল। মশা-মাছির উপদ্রব বেড়েছে। ফলে ছড়িয়ে পড়তে শুরু করে বিভিন্ন ধরনের রোগ। এছাড়াও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তাদের নিজেদের ব্যবহার করার জন্য রাস্তা নির্মাণ করেন খালটির পানি প্রবাহের পথ বন্ধ করে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছিল।
ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল আরেফীন বলেন, “মাদারীপুর জেলা প্রশাসনের নির্দেশনায় মাইজপাড়া খাল পুনরুদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়েছে।”