ফেনীতে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে সাইফুল ইসলাম রাজু (২২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসের পুকুরে এই দুর্ঘটনা ঘটে।
রাজু ওই ইনস্টিটিউটের সিভিল টেকনোলজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার শফিকুর রহমানের ছেলে।
নিহতের সহপাঠীরা জানান, দুপুরে মাঠে ফুটবল খেলার পর বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নামেন রাজু। কিন্তু, সাঁতার না জানায় পানিতে ডুবে যান তিনি। বন্ধুরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে রাজুকে অচেতন অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যররত চিকিৎসক ডা. মো. রায়হান উদ্দিন চৌধুরী বলেন, ‘‘হাসপাতালে আনার আগেই রাজুর মৃত্যু হয়েছে।’’
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সামজুজ্জামান বলেন, “ফুটবল খেলার পর পুকুরে গোসল করতে নেমে সাঁতার না জানায় দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।”