সারা বাংলা

গাইবান্ধায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধার পলাশবাড়ীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ মে) বিকেল ৪টার দিকে পৌর শহরের বৈরি হরিণমারি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে আবিদ (৭) ও আব্দুল আজিজের ছেলে লাবিব (৬)। পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলি ভুট্টু বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ‘‘দুপুরে বাড়ির পাশে বৃষ্টির পানিতে জমে থাকা ডোবায় কলাগাছের ভেলায় চড়ে খেলা করছিল দুই শিশু। একপর্যায়ে তারা ভেলা থেকে পড়ে ডুবে যায়। বিকেলে দুই শিশুর লাশ ভেসে উঠলে উদ্ধার করেন স্বজনেরা। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’’