সুনামগঞ্জ পৌর শহরের ওয়েজখালী এলাকায় একটি পিকআপ ভ্যান থেকে ১ হাজার ৩৪ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বিজিবির সদস্যরা। আজ সোমবার ( ২৬ মে) দুপুরে ২৮ বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়নের সদস্যরা শাড়ি উদ্ধার করেন।
২৮ বিজিবি সূত্রে জানা যায়, দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির সদস্যরা অভিযান পরিচালনা করে। এ সময় ওয়েজখালী ব্রিজ এলাকায় মালিকবিহীন একটি পিকআপ ভ্যানে ১ হাজার ৩৪ পিস ভারতীয় শাড়ি পাওয়া যায়। পিকআপের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা এবং শাড়ির মূল্য ৯৬ লাখ ৬৪ হাজার টাকা।
এই অভিযানে অংশ নেন সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালায়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, বিজিবির ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার রফিকুল ইসলামসহ বিজিবির নয় সদস্য।
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, ভারতীয় শাড়ি সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেয়া হয়েছে। ঈদকে সামনে রেখে চোরাচালানি তৎপরতা বন্ধে বিজিবির আভিযান জোরদার করা হয়েছে বলে জানান তিনি।