যশোরের অভয়নগরের ডহর মশিয়াহাটি গ্রামে গত ২২ মে পৌর কৃষকদলের সভাপতি তরিকুল ইসলাম সরদারকে গুলি করে হত্যা করা হয়। এর পর সেই গ্রামের ২০টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। সারা রাত ধরে জ্বলতে থাকে সে আগুন। এতে নিঃস্ব হয় ২০টি পরিবার।
মঙ্গলবার (২৭ মে) দুপুরে সেই পুড়ে যাওয়া বাড়িগুলো পরিদর্শন করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা।
পরিদর্শনে যাওয়া নেতারা হলেন— বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সিপিবির প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন, বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য শফিউর রহমান, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের যশোর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য জিল্লুর রহমান ভিটু, সিপিবির যশোর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান হিরু এবং বাসদের যশোর জেলা শাখার সমন্বয়ক শাহজাহান আলী।