সুনামগঞ্জের ছাতক সীমান্ত দিয়ে আরো ১৬ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (২৮ মে) ভোররাতে উপজেলার নোয়াকোট এলাকা দিয়ে তাদের ঠেলে পাঠায় বিএসএফ। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
বিজিবি জানায়, আটককৃতরা সবাই বাংলাদেশি নাগরিক। এর মধ্যে পাঁচ জন নারী, পাঁচ জন পুরুষ ও ছয় শিশু রয়েছে। তাদের বাড়ি কুড়িগ্রাম জেলায়।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, ‘‘আটককৃতরা দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। তারা দিল্লিতে ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। কিন্তু, তাদের টাকা চলে যেত দালালদের কাছে। পরে রাজস্থান পুলিশের কাছে আত্মসমর্পণ করে তারা। বুধবার ভোররাতে বিএসএফ তাদের ঠেলে পাঠায়।’’
গত কিছু দিন ধরেই দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে লোকজনকে ঠেলে দিচ্ছে বিএসএফ। এ নিয়ে প্রতিবাদও জানিয়েছে বাংলাদেশ।