সারা বাংলা

ঘুরতে বেরিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল তরুণ দুই বন্ধুর

পাবনার বেড়া উপজেলায় মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে মুন খান (২২) ও সৌরভ হোসেন (২০) নামে প্রতিবেশি দুই বন্ধু ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছে। 

বুধবার (২৮ মে) বিকেলে বেড়া উপজেলার আমিনপুর থানার কাজিরহাট-বাঁধেরহাট আঞ্চলিক সড়কের জংলীপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মুন খান বেড়া উপজেলার আমিনপুর থানার চক কৃষ্টপুর গ্রামের আব্দুল আজিজ খানের ছেলে এবং সৌরভ একই উপজেলার সন্নাসীবাধা গ্রামের আবুল কাশেমের ছেলে।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, মোটরসাইকেলে কাজিরহাট এলাকা থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন মুন ও সৌরভ। পথিমধ্যে জংলীপাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে কাশিনাথপুর থেকে কাজিরহাটগামী একটি ট্রাকের নিচে চাপা পড়েন তারা। এতে ঘটনাস্থলেই মুন খান মারা যায়। গুরুতর আহত সৌরভ পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এদিকে ঘটনার পরপরই ট্রাক নিয়ে পালিয়ে গেছেন চালক।

ওসি জানান, নিহতদের মরদেহ বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।