সারা বাংলা

জোয়ারে কমলনগরের ৬ ইউনিয়ন প্লাবিত, বন্ধ নৌযান চলাচল

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে লক্ষ্মীপুরে বৃষ্টি অব্যাহত রয়েছে। পাশাপাশি মেঘনার অস্বাভাবিক জোয়ারের পানিতে জেলার কমলনগর উপজেলার ৬টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌপথে সব ধরনের যান চলাচল।

বৃহস্পতিবার (২৯ মে) রাতে রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন কমলনগন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ জামান। তবে, ছয় ইউনিয়নের কত গ্রাম প্লাবিত হয়েছে তা নিশ্চিত করতে পারেননি তিনি।

স্থানীয়রা জানান, বুধবার রাত থেকে লক্ষ্মীপুরে বৃষ্টি শুরু হয়। যা এখনো অব্যাহত রয়েছে। একইসঙ্গে নদীর পানি বৃদ্ধি পেয়েছে। কমলনগর উপজেলার বেশকিছু যায়গায় বেড়িবাঁধ ও সড়ক ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

মজুচৌধুরীর হাট লঞ্চ ঘাটের ট্রাফিক সুপারভাইজার শরীফুল ইসলাম বলেন, ‘‘বুধবার রাতে নদীতে সতর্কতা সংকেত দেওয়া হয়। এরপরই লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌপথে সব ধরনের যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়।’’