গাজীপুর জেলা আইনজীবী সমিতির ২০২৫-২৬ সনের নির্বাচনে ১৬টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে জামায়াত সমর্থিত সবুজ প্যানেল বিজয়ী হয়েছেন।
শুক্রবার (৩০ মে) সকালে ফলাফলের বিষয়টি বারের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. সুলতান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
গাজীপুর আইনজীবী রাজনীতিতে জামায়াত একটি নতুন ইতিহাস গড়েছে বলে মনে করছেন বারের আইনজীবীরা।
জামায়াত সমর্থিত সবুজ প্যানেল থেকে বিজয়ীরা হলেন- সভাপতি পদে আলহাজ্ব মো. শামসুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক পদে মো. মোস্তাফিজুর রহমান কামাল, সহ-সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ ফখরুদ্দীন আকবরী (ফখরু) এবং সদস্য আব্দুর রহিম ও মাহদী হাসান।
অন্যদিকে, জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ সমর্থিত নীল প্যানেল থেকে সহ-সভাপতি ও কোষাধ্যক্ষসহ ১১টি পদে জয়লাভ করেছেন। নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি আব্দুল হামিদ, কোষাধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, লাইব্রেরি সম্পাদক মো. কামরুল হাসান রাসেল, অডিটর রবিউল আলম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো. সালাহ্ উদ্দিন খান অপু, মহিলা সম্পাদিকা আজিজা আক্তার এবং সদস্য মো. আসিফ রায়হান কাউসার, আশিকুর রহমান, কামরুল হাসান, ফাতেমা খান ও আলহাজ্ব মো. শ্যামল সরকার।
এর আগে গাজীপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৮৯০ জন ভোটারের মধ্যে ১৪২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।