ছেলে-মেয়েরা ৫ম শেণি পাস করলেই তাদের ছাত্র শিবির ও ছাত্রী সংস্থায় ভর্তি করানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
তিনি বলেন, “ছাত্র শিবির আর ছাত্রী সংস্থা বাংলাদেশর ছাত্র-ছাত্রীদের জন্য সবচাইতে নিরাপদ ঠিকানা। আপনার ছেলে যদি শিবির করে তাহলে আপনি নিশ্চিত হতে পারেন, সেই ছেলে নেশাখোর হবে না, অন্যের মেয়ের ওড়না টেনে ধরবে না; আপনি নিশ্চিত হতে পারেন, শিবির করার কারণে আপনার ছেলের রেজাল্ট খারাপ হবে না।”
শনিবার (৩১ মে) দুপুরে গোপালগঞ্জ শহরের বিসিক এলাকায় অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, “বাংলাদেশের মানুষ সন্ত্রাস, নৈরাজ্যমুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চায়। বাংলাদেশের মানুষ আগামীতে যদি জামায়াতকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে জামায়াত রাজা হবে না, জনগণকে প্রজা বানাবে না। আমরা হব দেশের মানুষের সেবক। জামায়াত যদি দেশ পরিচালনার সুযোগ পায় তাহলে কোনো চাঁদাবাজ থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না। জামায়াতে ইসলামীতে কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজদের ঠাঁই নেই।”
তিনি বলেন, “অন্তরর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অবিলম্বে গণহত্যার বিচার করতে হবে। সরকাররে ভেতরে-বাইরে ফ্যাসিবাদী দোসর যারা এখনো আছে, যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।”
জামায়াতের এই নেতা বলেন, “আমরা জানি, ফ্যাসিবাদী দোসরদের অনেকই আরেকটি দলের ঘাড়ে সোয়ার হয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এটা প্রশাসন জানে, সরকার জানে। আমরা বলব, তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করুন।”
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, “বাংলাদেকে সুন্দরভাবে ঢেলে সাজাতে হবে। দেশকে নতুন করে ঢেলে সাজানোর পর প্রয়োজনীয় সংস্কার করে আগে স্থানীয় সরকার, এরপর জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। জুলাই সব শ্রেণি পেশার মানুষ, দলমত জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে ফ্যাসিবাদী সরকারের নায়িকা, প্রধান নায়িকা শেখ হাসিনা পদত্যাগ করে বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।”
গোপালগঞ্জ জেলা আমির অধ্যাপক রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- ফরিদপুর জেলা শাখার আমির মাওলানা বদরুদ্দিন, গোপালগঞ্জের সাবেক জেলা আমির অ্যাডভোকেট আজমল হোসেন সরদার।