কক্সবাজারের উখিয়ায় একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রের মাটির দেয়াল ধসে মোহাম্মদ আয়াস (২২) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো এক শিশু।
রবিবার (১ জুন) দিবাগত রাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২ ইস্ট সংলগ্ন ডি-৩ ব্লকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়াস উখিয়া ক্যাম্প-২ ইস্টের বাসিন্দা আবুল ফয়েজের ছেলে। আহত শিশু কামাল উদ্দিনও (১২) একই ক্যাম্পের বাসিন্দা।
ক্যাম্পের মাঝি মো. ফরিদ আহমেদ বলেন, ‘‘রাত দেড়টার দিকে আশ্রয়কেন্দ্রের একটি মাটির দেয়াল ধসে পড়ে। এতে আয়াস ও কামাল মাটির নিচে চাপা পড়ে। আশপাশের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে তাদের হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর আয়াসকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।’’
তিনি আরো বলেন, ‘‘নিহত ও আহত দুইজনই সম্প্রতি মিয়ানমার থেকে পালিয়ে এসে ক্যাম্প-২ ইস্টে আশ্রয় নিয়েছে। তাদের নিবন্ধন এখনো সম্পন্ন হয়নি।’’
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।