সারা বাংলা

৩১ মণের ‘সান্ডা’ কিনলে ‘পান্ডা’ ফ্রি

ঢাকার ধামরাইয়ে কোরবানির ঈদকে সামনে রেখে এক বিশালদেহী ষাঁড় নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। ষাঁড়টির নাম ‘সান্ডা’। সঙ্গে ফ্রি দেওয়া হচ্ছে একটি ছাগল, যার গায়ের রং একেবারে পান্ডার মতো। তাই নাম দেওয়া হয়েছে ‘পান্ডা’। এলাকা জুড়ে এখন আলোচনা—‘সান্ডার সঙ্গে পান্ডা ফ্রি’!

সাভার কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র নাঈম হোসেন নিজের খামারে গড়ে তুলেছেন সান্ডাকে। তিন বছর ধরে পরিবারের খামারে নিজের হাতে আদর-যত্নে লালন-পালন করছেন ষাঁড়টিকে।

নাঈম জানান, ষাঁড়টি ফ্রিজিয়ান জাতের। উচ্চতা ৬ ফুট ৬ ইঞ্চি, দৈর্ঘ্য ১০ ফুট। ওজন প্রায় ৩১ মণ। দাম হাঁকা হয়েছে ১৫ লাখ টাকা।

তিনি বলেন, ‘‘এটা আমাদের গাভীর বাছুর ছিল। নিজের মতো করে গড়ে তুলেছি। গত বছর বিক্রি করিনি, এবার ভালো দাম আশা করছি।’’

বিশালদেহী গরুটি দেখতে প্রতিদিন আশপাশের গ্রামের লোকজন ভিড় জমাচ্ছেন। কেউ কেউ দরদামও করছেন। তবে, সন্তোষজনক দাম না পাওয়া পর্যন্ত বিক্রির কথা ভাবছেন না মালিক।

আকর্ষণের আরেকটি দিক হলো পান্ডা নামের একটি ছাগল। এটি সান্ডার সঙ্গী। গায়ের রং পান্ডার মতো হওয়ায় এই নাম দেওয়া হয়েছে। ঈদে সান্ডা কিনলে সঙ্গে ফ্রি দেওয়া হবে পান্ডাকে।