সারা বাংলা

কালিয়াকৈরে জাল টাকা ও মেশিনসহ গ্রেপ্তার ১

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার থেকে বিপুল পরিমাণ জাল টাকা এবং জাল টাকা তৈরির মেশিনসহ কারিগর রিয়াজ হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

সোমবার রাত পৌনে ১২টার দিকে অভিযান চালিয়ে উপজেলার ভান্নারা বেলতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার (৩ জুন) র‌্যাব-৪ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল গত সোমবার রাতে উপজেলার ভান্নারা বেলতলা এলাকায় অভিযান চালায়। অভিযান চালিয়ে রাতেই রিয়াজ হোসেনকে গ্রেপ্তার করে। এসময় তার নিকট হতে ১০ লাখ ৬ হাজার ৫০০ টাকার জাল নোট এবং নোট তৈরির একটি মেশিন উদ্ধার করা হয়। 

র‌্যাব আরও জানায়, রিয়াজ হোসেন একজন পেশাদার জাল টাকা তৈরিকারক এবং ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে বেলতলা এলাকার নিজ বাড়িতে জাল টাকা তৈরির মেশিন দিয়ে জাল টাকা তৈরি করে আসছে। এসব জাল টাকা তিনি বিভিন্ন অনলাইন গ্রুপে চাহিদা মোতাবেক বিভিন্ন লোকের কাছে বাজারজাত করে আসছিল।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, “র‌্যাব এক আসামিকে আমাদের থানায় পাঠিয়েছে। তিনি জাল টাকা তৈরি করতেন। মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”