সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের মৌবন রেস্টুরেন্টের সামনে থেকে ৩০টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার (৫ জুন) রাত ৯টার দিকে প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় বস্তুগুলো উদ্ধার হয়।
র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জিহাদ বলেন, “বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, শহরের বাইপাস সড়কের মৌবন রেস্টুরেন্টের সামনে বোমা সদৃশ বস্তু পড়ে আছে। পরে সেনাবাহিনী, পুলিশ এবং আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজির পর ৩০টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে।”
তিনি আরো বলেন, “উদ্ধারকৃত বস্তুগুলো সাতক্ষরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।”