সারা বাংলা

ট্রাকচাপায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ৫ জন।

শুক্রবার (৬ জুন) সকালে উপজেলার চৌডালা বেলাল বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চৌডালা বেনীচক গ্রামের আহসান হাবিবের ছেলে জাহিদ হোসেন ও বোয়ালিয়া ঘাট নগর এলাকার মিঠুনের ছেলে হাসান (১১)।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন বলেন, ‘‘শিবগঞ্জ-গোমস্তাপুর সড়কের চৌডালা বেলাল বাজার এলাকায় একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার সাত যাত্রী আহত হন।’’

‘‘স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন। আহত ছয় জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাহিদ মারা যান। এ ঘটনায় থানায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।’’- যোগ করেন তিনি।