সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে গ্রেপ্তার না করার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘‘তার নামে ওয়ারেন্ট ইস্যু ছিল না।’’
তিনি বলেন, ‘‘আপনারাই তো বলেছেন, আগে তদন্ত করে যে দোষী তাকে শাস্তির আওতায় আনা হোক। তার বিরুদ্ধে তদন্ত এখনো শেষ হয়নি। তদন্তে তিনি দোষী সাব্যস্ত হলে শাস্তি পাবেন, আর নির্দোষ হলে ছাড়া পাবেন।’’
সোমবার (৯ জুন) বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তাসনিম বেগম, আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাত হোসেন, সহকারী পুলিশ সুপার (গ অঞ্চল) মেহেদী হাসান, আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন, ওসি (তদন্ত) সাইফুউদ্দিন।