সারা বাংলা

রবীন্দ্র কাছারি বাড়িতে হামলার ঘটনায় মামলা

সিরাজগঞ্জের শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়িতে হামলা ও অডিটোরিয়াম ভাঙচুরসহ মারপিটের ঘটনায় ৬০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার (১১ জুন) দুপুরে কাছারি বাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। 

এদিকে, ভাঙচুরের ঘটনায় আজ দুপুরে সংস্কৃতিক মন্ত্রণালয়ের তিন সদস্যের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গত (৮ জুন) প্রবাসী শাহনেওয়াজ নামের এক ব্যক্তি পরিবারের সদস্যদের নিয়ে কাছারি বাড়ি পরিদর্শনে যান। সেখানে মোটরসাইকেল পার্কিং ফি নিয়ে গেটের এক কর্মচারীর সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। পরে ওই দর্শনার্থীকে অফিস কক্ষে আটকে রেখে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় স্থানীয় লোকজনের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। 

গত (১০ জুন) এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। মিছিল থেকে একদল উত্তেজিত জনতা কাছারি বাড়ির অডিটোরিয়ামে ভাঙচুর চালায় এবং এক পরিচালককে মারধর করেন। এ ঘটনার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ও শাহজাদপুরের সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। 

এই ঘটনার প্রেক্ষিতে আজ সকালে অনির্দিষ্টকালের জন্য কাছাড়ি বাড়িতে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধের একটি নোটিশ টাঙিয়ে দেয় কর্তৃপক্ষ। প্রবেশ নিষিদ্ধের নোটিশ দেখে কাছাড়ি বাড়িতে আগত দর্শনার্থীরা ফিরে যেতে দেখা যায়।

কাছারি বাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান বলেন, ‍“অনিবার্য কারণবশত দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে এবং পুরো বিষয়টি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নজরদারিতে রয়েছে। ঈদের ছুটিতে এক দর্শনার্থীর সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার পর অডিটোরিয়ামে হামলা, ভাঙচুর ও মারধরের পর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।”

শাহজাদপুর থানার ওসি আসলাম আলী মামলা বিষয়টি নিশ্চিত করে জানান, কাছারি বাড়িতে হামলা চালিয়ে অডিটোরিয়াম ভাঙচুর ও স্টাফদের মারধরের ঘটনায় ১০ জনের নাম উল্লেখ ও নাম না জানা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।”

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, “সংস্কৃতি মন্ত্রণালয়ের উপ-সচিব ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) শেখ কামাল হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম শাহজাদপুরে কবিগুরুর কাছারি বাড়ি পরিদর্শন করেছেন। এরপরই কাছারি বাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান বাদী হয়ে মামলাটি করেছেন।”