সারা বাংলা

পদ্মা সেতুতে ট্রাকের পিছনে বাসের ধাক্কা, নিহত ২

পদ্মা সেতুতে ট্রাকের পিছনে একটি যাত্রীবাহী বাসের ধাক্কা লেগে দুজনের মৃত্যু হয়েছে। এতে আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৩ জুন) রাত ১১ টার দিকে সেতুর দুই নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় মিলেছে। তিনি হলেন- খুলনা সদরের রাকিব সমাদ্দার। অপরজন অজ্ঞাত।

আহতরা হলেন- মিল্টন (২৫), আয়েশা সিদ্দিক (১০), শেখ খালিদুর, আছাদ গাজী, মো. মামুন, মো. হাবিব শেখ, আরিফুল শেখ, হাবিব মৃধা, কামরুন্নাহার ও ফরিয়াদ ইসলাম। আহত মিল্টনের বাড়ি গোপালগঞ্জে। বাকিদের সকলের বাড়ি খুলনায়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ইমাদ পরিবহনের একটি বাস ট্রাকের পিছনে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।