সারা বাংলা

নীলফামারীতে স্বস্তির বৃষ্টি

প্রখর রোদ আর প্রচণ্ড গরমে রস্তাঘাটে চলাচলকারীদের হাঁসফাঁস অবস্থা হয়েছিল। দুপুরের কড়া রোদ থেকে স্বস্তির আশায় কেউ কেউ আশ্রয় নিচ্ছিলেন ফুটপাতের পাশের কোনো ভবন বা দোকানের ছায়ায়। অনেকেই দোকান থেকে কিনে পান করছিলেন ঠান্ডা পানি।

এমন পরিস্থিতিতে শনিবার (১৪ জুন) নীলফামারীতে হয়েছে স্বস্তির বৃষ্টি। বিকেল সাড়ে ৫টার দিকে আকাশ কালো করে শুরু হয় বৃষ্টি। এই বৃষ্টিতে কিছুটা প্রশান্তি ফিরে আসে মানুষের মনে।

আজ সকাল থেকে দুপুর পর্যন্ত নীলফামরী শহরে ছিল প্রচণ্ড গরম। দুপুর ২টার দিকে জেলার ডিমলা উপজেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস।

এলাকাবাসী জানান, তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল, বাইরে বের হওয়া কষ্টকর হয়ে পড়েছিল। আজ দুপুরের দিকেও তাপমাত্রা ছিল অনেক। ভবন ও দোকানের ছায়ায় আশ্রয় নেন কাজের জন্য বাইরে বের হওয়া মানুষ। হঠাৎ বৃষ্টি হওয়ায় সবাই স্বস্তি পান। অনেকেই বৃষ্টিতে ভিজে বাড়ির দিকে রওনা হন।

নীলফামারী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আরো কয়েকদিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে গরমের তীব্রতা কমবে এবং পরিবেশে স্বাভাবিকতা ফিরবে।